Saturday, December 4, 2021

হুঁইচা

কৃষিকাজে ব‍্যবহৃত একটি লোকসরঞ্জামের নাম 'হূঁইচা' ।। 'হুঁইচা' কথাটা ভুলেই যেতে বসেছিলাম । বরাক বাঁশের তৈরী বাঁক যার দুটো মাথাই থাকে সুঁচালো । সুঁচ বা হুঁইচের মতো দেখতে । তাই হুঁইচা । ধানের বোঝা গেঁথে কাঁধে তুলে নেওয়ার জন‍্যে বাঁকের মতো এটি ব‍্যবহার করা হয় । তারপর এক বিশেষ তালে গতির সঙ্গে পা ফেলে ধানের বোঝা বাড়ি নিয়ে আসা । চলার ছন্দে ঝুলন্ত বোঝা থেকে ঝুলন্ত ধানের গোছা থেকে মৃদু একটা মিষ্টি শব্দ বেজে যায় । ওই শব্দই চাষার বুকে সফলতার আনন্দ দেয় । ফলানো ফসল যখন চোখের সামনে মাঠে মারা যায় তখন চাষার দুঃখের অবকাশ থাকেনা ।
এক কর্ম কাজ । আর এক কর্ম ভাগ‍্য । দুটো নিয়েই কৃষকের জীবন । 'কর্ম কইল্লে অপরাধ নাই' । তীব্র উদ্দীপক বার্তা । আবার 'কর্ম করি আইনছো কি কইর্বা' । ভাগ‍্যকে দায়ী করেই জীবন গড়িয়ে নেওয়া সরল কৃষকের । 


No comments:

Post a Comment