মায়াবয়ন
অশোকানন্দ রায়বর্ধন
জমানো পাতাগুলো উল্টে যেতেই হয় সামনের দিকে
ট্রাফিকনিয়মে দাঁড়ালেও থেমে থাকা যায় না
পেছনে নিঃশ্বাস ফেলে অগুনতি দ্রুত আরোহী
ফেলে আসা পথের ধুলো কখন হাওয়ায় উড়েছে
মুছে যায় সমস্ত মায়াচিহ্ন ফেরা তো যায় না
পেছনে মুছে গেছে আমার পায়ের কোমল দাগ
সমানে সামনে পা ফেলে আমি নিজেকেই হারাব
একদিন ৷ যেদিনের সংকেত জানা নেই আদৌ ৷
No comments:
Post a Comment