বিপ্লবী
অশোকানন্দ রায়বর্ধন
গড়পড়তামানুষের স্বভাব নুয়ে চলা
একপাশে কাত বা হেলে থাকার দস্তুর বলে
খুব একটা কেউ ঝামেলায় যেতে চায়না
তাই পাশবালিশ নিয়েই ঘুমোতে পছন্দ করে মানুষ
কুকুরও কুন্ডলি পাকিয়ে ঘুমাতে অভ্যস্ত
তবে তাদের কোনো অবলম্বন লাগেনা বলে
তারা তেড়ে উঠতে ভয় পায়না । মানুষ শুধু
পাশবালিশের দিকেই ঘেঁষে আসতে জানে ।
তবু মাঝে মাঝে কেউ ফোঁস করে ওঠে ।
মানুষ বিদ্রোহী হলে মানুষেরাই সম্মান করে।
দেশের মাটিও তাকে ভালোবেসে বুকে টেনে নেয় ।
আবহমানকাল তারাই গান গায় আর শেকল ছেঁড়ে ।
No comments:
Post a Comment