Tuesday, August 1, 2023
কবি অরুণ বনিকের প্রজ্ঞা ও শিল্পীসত্তা
শিল্পীর মনের খবর শিল্পী ছাড়া আর কেউ বোঝো না । সাতের দশকের মাঝামাঝি সময়ে কবি অরুণ বনিক চাকুরিসূত্রে সাব্রুমে থাকতেন । একদিন বিকেলবেলা এক চায়ের দোকান বন্ধুবান্ধবসহ আড্ডা দিচ্ছেন ও চা খাচ্ছেন । হঠাৎ বলা নেই কওয়া নেই অরুণদা তাঁর সামনের চায়ের কাপ থেকে চা ছুঁড়ে মারলেন তাঁর মুখোমুখি চা পানরত আরেক মাস্টারমশাইর মুখের ওপর । আর যায় কোথা ! লেগে গেল তুমুল হট্টগোল । অরুণদার ওপর বাজারের কিল পড়ার উপক্রম । তাড়াতাড়ি তিমিরবরণ চাকমা এবং আরো কয়েকজন মিলে ঝাঁপিয়ে পড়ে অবস্থাটা সামাল দেন । পরে বিষয়টা নিয়ে অরুণদার সঙ্গে কথা বললে তিনি বলেছিলেন, সেই মুহূর্তে ওই ভদ্রলোকের মুখটি তাঁর ভয়ংকর মনে হয়েছিল । তাই তিনি একাজটি করে ফেলেন ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment