বারিধারা
অশোকানন্দ রায়বর্ধন
সময় থাকতে এলে না ।
তাপদাহে কালো হয়ে বকেছি তোমায় কত
ভেবেছি তুমি আমাদের ছেড়ে যাচ্ছ ।
ঘরের পাশে বাগানের গাছগাছালি
শরীর খুলে মিলিত নৃত্যে মেতেছে ।
আর তুমি তার সাথে তাল মিলিয়ে
সোচ্চার একটানা ঝুমুর
অনেকক্ষণ বেজে যাওয়া এ কনসার্টে ক্লান্তি আসে না ।
সারা আকাশ ঢেকে রেখেছে তোমার মেঘ,
বেলা হয়ে গেলেও স্পষ্ট নয় সবকিছু
আধো আলোতে চোখ বন্ধ করে শুনেছি প্রকৃতির গান ।
মাঝে মাঝে তুমি আমাদের ফাঁকি দিয়ে
কোথায় চলে যাও খুঁজে পাই না ।
তুমি এলেই চারধারে সম্মিলিত মল বাজে ।
শরীর জুড়ে জেঁকে বসে শীতল আবেশ,
মৃত জীবন আবার প্রাণ পায়, সজল হয় ।
No comments:
Post a Comment