Sunday, August 6, 2023

সৈয়দ মুজতবা আলি

শান্তিনিকেতনের প্রথম মুসলিম ছাত্র ছিলেন সৈয়দ মুজতবা আলী । ১৯৩১ সালে রবীন্দ্রনাথের সঙ্গে মুজতবা আলির শেষ দেখা হয় । রবীন্দ্রনাথ সেদিন পরিহাস ছলে আলি সাহেবকে 'বরোদার মহারাজা' বলে সম্বোধন করেছিলেন । তিনি বিষন্নবদনে সেদিন বলেছিলেন, 'তোদের আমি গড়ে তুলেছি । এখন আমার প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তোদের প্রয়োজন । গোখলে, শুক্ল, তোরা সব এখন থেকে আমাকে সাহায্য করবি । কিন্তু তোদের আনবার সামর্থ্য আমার কোথায় ? মুজতবা আলি উত্তরে বলেছিলেন, 'বিশ্বভারতীর সেবার জন্য যদি আমাকে প্রয়োজন হয় তবে ডাকলেই আমি আসব । যা দেবেন হাত পেতে নেব । রবীন্দ্রনাথ তখন এক অদ্ভুত প্রশ্ন করে বসলেন, 'বলতে পারিস সেই মহাপুরুষ কবে আসছেন কাঁচি হাতে করে?' মুস্তাফা আলি সাহেব অবাক হয়ে বললেন, 'মহাপুরুষ তো আসবেন শঙ্খ,চক্র, গদা, পদ্ম নিয়ে । কাঁচি হাতে করে?' রবীন্দ্রনাথ বললেন, 'হ্যাঁ,হ্যাঁ  । কাঁচি হাতে নিয়ে । সেই কাঁচি দিয়ে সামনের দাড়ি ছেঁটে দেবেন, পিছনের টিকিট কেটে দেবেন । হিন্দু-মুসলমান আর কতদিন আলাদা থাকবে ?' সেদিন মুসলমান এক কৃতি ছাত্রকে গুরুদেব পরম স্নেহে এই কথাগুলো বলেছিলেন । সম্ভবত এই ছিল তাদের শেষ কথোপকথন । রবীন্দ্রনাথ ছিলেন সৈয়দ মুজতবা আলির আদর্শ

No comments:

Post a Comment