র-এ- য-ফলাল লেখার কায়দা
মোবাইলে যাঁরা GBoard-এ সরাসরি বাংলা হরফ ব্যবহার করে টাইপ করেন, তাঁরা ওই দু'বার কমা (,) দিয়ে শব্দের মাঝে হসন্ত আনার অভীষ্টে সিদ্ধিলাভ করতে পারবেন না। osh বা ইত্যাদি পদ্ধতির প্রশ্ন ওঠে না। তাঁদের জন্য উপায় বলছি, উদাহরণসহ, সঙ্গে ছবিও দেখতে অনুরোধ।
ধরুন, মফস্সল লিখবেন। তাহলে ম, তারপর ফ, তারপর স টাইপ করে হসন্ত দিন। তারপর স্পেসবারের পাশে যে key-টি আছে (<|> আকৃতির, ছবিতে চিহ্নিত করে দিলাম), সেটি একবার টিপুন। তারপর আবার স ও ল টাইপ করুন, পেয়ে যাবেন মফস্সল।
ওই একই key ব্যবহার করে আরেকটি অতি সাধারণ সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায়, তা হল 'র্যালি'-জাতীয় শব্দ লিখতে গিয়ে 'র্যালি' লিখে ফেলা। এই দৃশ্যদূষক ভুলটি বাংলা খবরের কাগজ বা বইপত্রে আকছার দেখে ক্লান্ত হয়ে গেছি, প্রায় রোজই দেখা যায়। আসুন, দেখা যাক সহজ সমাধানটা কী। ধরুন র্যানডম লিখবেন। তাহলে প্রথমে র টাইপ করুন। তারপর ওই <|> key-টি একবার টিপে তার পরে য-ফলা টাইপ করুন, তারপর আকার। আকার। তাহলেই কেল্লা ফতে হবে। পরীক্ষা প্রার্থনীয়।
জানি না ইতোমধ্যে কেউ সমাধানটি বাতলে দিয়েছেন কি না। তাহলে দয়া করে অবজ্ঞা করবেন। 🙏🏼
No comments:
Post a Comment