শেকল বাঁধা হাতি
অশোকানন্দ রায়বর্ধন
টিংকু একদিন সকাল থেকে জুড়ে দিল বায়না–
বাবা তো একদিনও কোথাও বেড়াতে নিয়ে যায় না ।
শুনেছি স্কুল মাঠে পড়েছে নাকি সার্কাসের তাঁবু,
পশু পাখির মেলা সেথা দেখতে যাব বাবু ।
সকাল থেকে ঘ্যানর ঘ্যানর কানটা ঝালাপালা,
কি আর করা দেখতে হবে সার্কাসের খেলা ।
বিকেল বেলা বাপ বেটাতে চলল মাঠের পানে–
সার্কাসের তাঁবু পাতা মাঠের মাঝখানে খেলা তখনও শুরু হয়নি সময় অনেক বাকি,
বাবা বলেন, কি আর হল কর চলো খাঁচা দেখি ।
মাঠের কোণে খাঁচায় বাঁধা হরেক পশুপাখি
কিচির মিচির, চিল্লাচিল্লি, করছে ডাকাডাকি ।
দেখতে দেখতে বাপ বেটাতে হাতির সামনে এল,
খাঁচায় বন্দি ছিল না হাতি শেকল বাঁধা ছিল ।
এত সরু শেকল ছিল বিশাল হাতির পায়ে,
চাইলে হাতি ছিঁড়ে ফেলবে এক পলকা ঘায়ে ।
অবাক ব্যাপার ! হাতি মোটেই শিকল টানছে না তো–
পালাতে পারলেও চেষ্টা মোটেই করছে নাকো ।
এটা দেখে তাজ্জব ছেলে, বাবাকে প্রশ্ন করে
সরু শেকল তবু হাতি কেন চুপটি করে ?
ইচ্ছে করলেই শেকল ছিঁড়ে হতে পারে মুক্ত
বনে চলে যেতে পারে সেটাই তো উপযুক্ত ।
বাবা তখন ভেবে চিন্তে এদিক-ওদিক চায়,
একটু দূরে মাহুতটারে আছে দেখতে পায় ।
ডেকে তারে বলেন বাবা, ওহে মাহুত ভাই সরু শেকলে হাতি বাঁধা চিন্তার কি কিছু নাই ?
শিকল ছেড়ে পালায় যদি কি করবে ভাই ?
মাহুত বলে, না, না কর্তা, ভয়ের কিছু নাই
ছোটবেলায় বাঁধতাম তাকে সরু শেকল দিয়ে,
যতই টানুক চেষ্টা তার যেত যে বিফল হয়ে ।
গায়ে তখন জোর ছিল কম ছিঁড়ত না শেকল,
সেই বিশ্বাস এখনো তার রয়েছে অবিচল ।
দীর্ঘদিনের অসফলতা মনের মধ্যে বাস
শক্তিশালী এখন যদিও মনের শক্তি নাশ
বোবা প্রাণী জানে না তো সফলতার মানে,
মনের জোরেই হাজার চেষ্টা সফলতা আনে ।
No comments:
Post a Comment