কাল রাতে আকাশ থেকে চন্দ্রাবলি মেঘ পালিয়ে
আঁধারে তমালকুঞ্জে কালিয়াবিলাসে মেতে
জেনে গেছে গোপযৌবনা কলহআঁচে তপ্ত
তাই ঘন ঘন বাজ পড়ার গর্জন,
বিজলির ছোবল মেঘের কলজে বরাবর
মেঘের বুক থেকে তালিম দেওয়া নগ্ন পায়ে
হজাগিরি নাচে দুলে ওঠে পার্বতী নর্তকী
একমাত্র বর্ষার নরম আকাশই ভিজিয়ে দেয়
মরমি কবির আকুল ঝরনাকলমের শীর্ষ ও শরীর
No comments:
Post a Comment