আমাকে জাগানোর জন্যে তোমার নিদ্রা নেই
হে চিরপ্রণম্য আলোর দেবতা, তোমাতে নত হয়ে
আমি উঠে দাঁড়াই দিনলিপি হাতে নিয়ে
আমার শৃঙ্খলা ও শৌর্যের পাততাড়ি খোলা হয় এবেলা
যতোক্ষণ ডুবে থাকবো কর্মের পরিধির ভেতর
তোমারই অদৃশ্য বীজন আমার ক্লান্তি মুছে যাবে
আমি ভুলে গেলেও তুমি মার্জনার জন্যে
তৈরি থেকো সর্বক্ষণ,হে প্রিয় ক্ষমাসুন্দর
No comments:
Post a Comment