কান্না কিংবা কীর্তন কী যে করো, বুঝি না বৃষ্টি
ভুমিতলে বিছিয়ে দিয়েছো আজব আরশি
চাঁদরঙা মুখ ধুয়ে কে এক অতৃপ্ত তরুণী
দেখ নেয় তার উপোশী সংকেত সেই মুকুরের স্বচ্ছতায়
জলের গমনধারায় চোখ রেখে রেখে সেখানেও
জলের গতি নামে ৷ আর ভেবে যায়
এই গতিময় জলের উজান বেয়ে তার
কাছে ছুটে আসবে উদ্দাম স্বীয়পুরুষ
যার কাছে সমর্পনে পর সেও বর্ষার রূপ নেবে ৷
No comments:
Post a Comment