গৃহী বাউল হয়ে ভদ্রাসনের চৌকিদারী
সন্ততিরা চৌকাঠ ডিঙিয়ে ভুবনগঞ্জের মাঠে
ওরা আকাশ দেখে আর ইমারত গড়ে আকাশসমান ৷
হাতের মশাল নিবিয়ে রেখে বিলীয়মান ধোঁয়ায়
তাৎক্ষণিক চিত্রকথায় ভেসে যায় ভাঙা অতীত
সমস্ত দায়ভার স্বর্ণকুম্ভে তুলে নেওয়ার জন্যে
জীবন বাজি রাখেন সুন্দরী কমলা আজীবন
তার কোনো নথিবদ্ধ ইতিকথা লেখা হয় না
কে জাগে? তোমরা জাগো কী আগামীর মহীরুহ যতো সব?
কে জাগে? জাগে শুধু রক্তের ধারা, ভুলে বিত্ত ভুলে বৈভব
No comments:
Post a Comment