'
'বরিষ ধরা মাঝে শান্তির বারি ' হলেও
রক্তবর্ষণে শান্তি অধরা রয়ে যায় চিরতরে
যে রক্তধারা ভিজিয়ে দেয় মৃত্তিকা, যে লোহু করে সর্বহারা
তারই উল্লাস বুঝি সভ্যতার বড়াই, বড়ো গর্ব
কী হিংস্র, কী বীভৎস উল্লাস ঘুম কেড়ে নেয় জনপদের
আবার যেন ফিরে আসে গুহাজীবনের আঁধার
গোষ্ঠীর লড়াই যেন জমির দখলসত্বের জন্যে
তাহলে কারা এতোকাল অজস্র ভালোবাসার বার্তা
পাথুরে পাহাড়ে, ভুর্জপত্রে,কাগজে কিংবা দেওয়ালে
লিখে গেছেন অবিরাম, অবিরত
কী তার প্রতিফলন সভ্যতার কাছে, মানুষের কাছে
কেন আজ হননে মেতে উঠেছে সভ্যতা
কোথায় চাতুরি করেছি আমরা অগ্রজের সাথে, পূর্বপ্রণম্যদের সাথে?
আসুন, আজ আবার এই বাসভূমির রক্তাক্ত কৃত্তির আসনে বসে, প্রিয়জনের লোহিত শরীর সামনে রেখে
মেলে ধরি সমস্ত ধর্ম ও পুরাণ গ্রন্থ
আবার পাঠ করি চেতনার গাঢ় অনুভবে সেইসব আর্ষবার্তা
খুঁজে দেখি নিবিড় চোখে প্রতিটি অক্ষর
মানুষের কল্যাণের কামনায় লেখা যে সব বর্ণমালা
মহার্ঘ সংগ্রহের মতো ছড়িয়ে দিই
আকাশে, বাতাসে, শহরেও জনপদে
হে প্রিয় মানুষেরা, হে সুন্দর অমৃতের সন্তানগণ
শুরু করি আবার ভালোবাসার পাঠ স্বীয় বর্ণমালায়
ভালোবাসার জন্যে, মানবতার প্রচারে হোক আর এক সম্মিলিত অভিযান ৷
Monday, June 26, 2017
এসো মানুষ, এসো মানবতা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment