Tuesday, November 7, 2017

সান্ধ্যভ্রমণ

বেলা শেষ প্রায় ৷ পায়ে পায়ে হেঁটে যাব কোমলসন্ধ্যার
মালতিবাগিচায় ৷ পারাপারের দিনগুজরান
হলে কাজ থাকে না আর ৷ দূরগঞ্জের সাঁজবাতি
ইসারায় ডাকে ৷

কাজ আর কাজ ৷ ফিরিস্তি অনেক দিয়েছি ৷
তোমাকে চপলবুননে ভুলপথ দেখাতে গিয়ে
ধরা পড়ে গেছি বার বার ৷

রুমাল নাড়াব বলে জেব হাতড়েছি ৷ শূন্য হাত
উঠে এসেছে নিঃশব্দে ৷ কী সঞ্চয় হল তবে ?
ট্যাঁক খালি ৷ ঝোলায় কিছু নেই ৷ সন্ততির জন্যে ৷
ভ্রান্ত বার্তায় শুধু যুদ্ধের কথা বলে গেছি অবিরাম
যুদ্ধ করিনি তো মোটেই ৷ পালিয়েছি কেবল ৷
পথ পাল্টেছি অনবরত চতুর কৌশল করে ৷

মেকি গৈরিকে আমি শরীর ঢেকেছি শেষবেলায়
কোথায় পাব যে ভালোপ্রান্তর সূর্যোদয় দেখার ৷

No comments:

Post a Comment