কেবল আলো ফেরি করে যাও নিমগ্ন পসারিণী
স্বতসিদ্ধ দলিল হলেওঅমানিশা আঁধারময় নয়
তন্ত্রমানব সাধনপিঠে বসে আঁধার দেখে না
ভৈরবী বলে পাশে ডাকে পরমাশক্তিকে
সৃজনের কারুকৌশল সব হৃং, ক্লিং, ফট ৷
আলো জেগে ওঠে জীবনের নাদসংকীর্তনে
অন্ধকার আর আঁধার থাকে না তখন ৷
আলোর পসরা সাজাও দুহাতে ৷ আঁধারে ৷
No comments:
Post a Comment