Sunday, November 12, 2017

নাদ

কেবল আলো ফেরি করে যাও  নিমগ্ন পসারিণী
স্বতসিদ্ধ দলিল হলেওঅমানিশা আঁধারময় নয়
তন্ত্রমানব সাধনপিঠে বসে আঁধার দেখে না
ভৈরবী বলে পাশে ডাকে পরমাশক্তিকে
সৃজনের কারুকৌশল সব হৃং, ক্লিং, ফট ৷

আলো জেগে ওঠে জীবনের নাদসংকীর্তনে
অন্ধকার আর আঁধার থাকে না তখন ৷
আলোর পসরা সাজাও দুহাতে ৷ আঁধারে ৷

No comments:

Post a Comment