উচ্চকিত কন্ঠ যদি ঠেকে গিয়ে পাহাড়ে
পাহাড় ফিরিয়ে দেয় প্রতিধ্বনি করে
দোসর জুটিয়ে স্বর দশদিক ঘিরে
আওয়াজ বিদ্রোহী হয় সম্মিলিত স্বরে
ওরা কেমন প্রাণ শব্দ সয় না
ধ্বনির উৎসে দেয় অতর্কিত হানা
স্তব্ধ করে টুঁটি টিপে পাশব উল্লাসে
সত্যবাচী স্বর তাই রক্তনদে ভাসে
তবুও সাহস করে জাগে কলরব
মিছিলে ধ্বনিত হয় আসন্ন বিপ্লব ৷
No comments:
Post a Comment