হাজারো দিবস পালন হয় তিনশো পঁয়ষট্টি দিনে
কতোটা মানবিক এইসব আড়ম্বর তার হিসেব
কোনো খেরোর খাতায় লেখা থাকে না গো পরম গোঁসাই
একতারা নিয়ে আমি আখড়াই বাউল শুধুই
আখর বুনে যাই ৷ অন্তর ছুঁতে পারি কতোটা
সে হিসেব রাখার কোনো বিশ্বস্ত পারদস্তম্ভ নেই
শুধু মন্দিরের সুরেলা আওয়াজ সাক্ষী গোপাল
মাইলের পর মাইল মিছিলে হাঁটলেও সবশেষে
দেখা যায় প্রতিবেশীরা পরস্পর কতো অচেনা
No comments:
Post a Comment