Wednesday, May 9, 2018

আপনারে করি উন্মোচন

আমি কিছু বুঝি ৷  আবার কিছু বুঝিওনা ৷ অনেকের চোখের ভাষাই আমি পড়তে পারি ৷ আমার শুভানুধ্যায়ীও আছেন অনেকেই ৷ নইলে বার বার রাজ্যস্তরে পুরস্কৃত হওয়ার জন্যে আমার নাম প্রস্তাবিত হলেও চাপা পড়ে যায় কেন ৷ কেন জাতীয় শিক্ষক হিসাবে নাম মনোনীত হওয়ার পর, বায়োডাটা নেওয়ার পর শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় ৷ কারা কলকাঠি নাড়ে সব জানি ৷ এরা বাইরে আমার প্রতি মুহূর্তের হিতাকাঙ্ক্ষী ৷ আমার ক্ষতি করার পাপবোধ ঢাকার জন্যেই অবিরাম আমার প্রশংসামুখর থাকে ৷ কাজের বেলা কাজী, কাজ ফুরোলেই আমাকে পাজি বলে ছুঁড়ে ফেলে দেয় ৷ আর কী এখনতো আমার বেলা শেষ ৷ ওপরে থুথু ফেললে নিজের গায়েই পড়ে ৷ অনেকে আমাকে জানিয়েও দেন, আপনার কাছের লোকই তো বিরোধীতা করছে ৷ আমার কিছু যায় আসেনা ৷ বুকে বেঁধে রাখি ৷ আমার একটা খ্যাপাটে স্বভাব আছে আমি জানি ৷ এ বয়সেও বাইক নিয়ে টেপরেকর্ডার নিয়ে রাত বিরেতে বিরেতে বেরিয়ে পড়ি স্বর্ণকণার সন্ধানে ৷ ইচ্ছে হলে লেখি ৷ ইচ্ছে হলে কলম গুটিয়ে রাখি দিনের পর দিন ৷ কোন কাজ করব না বলে  অভিমান করেও কাজ ছাড়া থাকতে পারিনা ৷ দুঃখটা বুকেই পুষে রাখি ৷ খাঁচাছাড়া করিনা ৷ ইনবক্সে গালাগাল খেয়েও আবার পথে নামি ৷ আমি কারো সঙ্গে তুলনায় যাইনা ৷প্রতিদ্বন্দ্বিতায়ও না ৷ আমি নির্জন পথে সবার সাথে থেকেও একা হতে ভালোবাসি ৷ আমি আমার শক্তিকে চিনি ৷সদ্ব্যবহার করিনা ৷ অপব্যবহারও না ৷ এখানেই আমার আমিত্ব ৷

No comments:

Post a Comment