Monday, May 21, 2018

অপেক্ষা

শুধু কী ছুটির ঘন্টার অপেক্ষায় পার করে দেব দিনমান ৷
শুধু কী রুমাল ওড়ানোর জন্যে অতিক্রম করবো জীবন৷
শুধু কী সূর্যাস্তের ডিমরঙ ছড়িয়ে পড়বে বলে জীবন
শুধু কী সন্ধ্যের দিকে তাকিয়ে জ্বেলে যাবো সাঁঝবাতি৷

অথবা অপেক্ষায় থাকবো অক্লান্ত কখন তোমার নুপূর ইমনের গানে তাল মিলিয়ে উঠে আসবে কালো বনভূমি ঠেলে
যেমন স্নান সেরে ওঠা স্পষ্ট শরীর সুগন্ধী সাবানের ঘ্রাণ ছড়াতে ছড়াতে মুখোমুখি দাঁড়ায় অনেককালের চেনা তরুণী
লাজ ভেঙে যার সৃজনের সাধ জেগে ওঠে ৷

No comments:

Post a Comment