Monday, May 7, 2018

রা ই ম ঙ্গ ল



থাকব একা। একাকী চাঁদ যেমন তারার বাতি থেকে

দূরে তার আট কুঠুরি ঘিরে রাখে

সবাই তোমার কাছে যাওয়ার জন্যে

হাহাকার করলেও আমি ব্যাকুল

তোমাকে ছেড়ে থাকবার জন্যে

সারা শরীরে কোলাহল। চোদ্দো ভুবনের

গলি থেকে বেরিয়ে পড়ছে মিছিল

তোমার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে তারা

মিছিল থেকে বিস্তৃত দীর্ঘ দৈব আওয়াজ

তোমার দরোজা-জানালার দিকে ছুটে যাবে

আমি ক্রমশ আরো ছোটো পরমাণুবিন্দু আকার

মণিকোঠায় লুকিয়ে নেবো আমার ফণা

তৃষ্ণাকাতর শীতঘুমে বাস্তুরসদ দেবে

তোমার ধামাকাবিকীর্ণ উত্তাপ। আমার ক্ষণশীতল

এই বিরহকালে তুমিও রেগে যাও রাই

আমি তোমাকে না পেয়েই সুখী হতে চাই

No comments:

Post a Comment