Saturday, February 5, 2022
বুকিং, প্রি-বুকিং, ফ্রি-বুকিং
দূরদেশে ভ্রমণকালে যানবাহন, থাকার ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে সংরক্ষণ বা আগাম টিকিট কেনার কাজকে ইংরেজিতে 'বুকিং' বলে । এই পদ্ধতিতে নগদ অর্থ প্রদানের মাধ্যমে অথবা বিনি পয়সায় শুধুমাত্র যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় সংরক্ষণও করা যায় । সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী তা ফ্রি হবে না নগদ হবে তার তারতম্য ঘটে । এই পদ্ধতি হল 'বুকিং' অর্থাৎ 'আগাম সংরক্ষণ' । 'প্রি-বুকিং' বলে কিছু হয়না । ব্যবসায়ীগণ কোনো পণ্য উৎপাদনের পূর্বে 'বুকিং' করে নিশ্চিত হয়ে নেন তাঁর উৎপাদিত পণ্যের বাজার কতটা আছে এবং কতটা তিনি উৎপাদন করবেন । আর দ্বিতীয় ব্যবসায়িক বিষয় হলো উৎপাদক নিজের পুঁজি ব্যবহার না করে অথবা কম পুঁজি ব্যবহার করে এবং ব্যবসায়িক ঝুঁকি সম্পর্কে আগাম নিশ্চিত হয়ে পণ্যটি বাজারে তুলবেন । কম পুঁজিতে বা বিনা পুঁজিতে লাভের এটা একটা ব্যবসায়িক কৌশল । বাণিজ্য বিভাগের স্নাতক স্তর পর্যন্ত সামান্য পড়াশোনার মাধ্যমে এটুকু জেনেছি । বয়স হয়েছে তো ভুল হতে পারে ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment