কোথায় আমার প্রিয়জন, কোথায় আমার নীড়
কেন এই যুদ্ধ আর কেন অস্ত্রের ভিড় ।
তাক করবি ? মারবি আমায় ? ভয় পাইনা তোদের
হাতিয়ার রাখ, ওরে তোরা, মানুষ মারা বীর ।
বারবার নিঃস্ব করে নক্ষত্রেরা ফিরে ফিরে যায়,
সুরের পাখিরা বসে বুঝি আকাশের জলসায় ।
নিঃস্ব করে জাগছে রোজ শোকের প্রভাত,
অসহায় অপরাহ্নকালে ধরব কার হাত ?
যুদ্ধ যুদ্ধ খেলা হলেও যুদ্ধটা যুদ্ধই তো বটে,
যে কোনো যুদ্ধই যুদ্ধ যদি প্রাণের বিনাশ ঘটে ।
এখানে শিল্প বলতে উদর বড়ো বালাই
বছর ঘুরে গেলে চরম শোকসংবাদ পাই ।
No comments:
Post a Comment