Saturday, May 20, 2017

ঠিকানা


ভাবের বাসরঘর থেকে জমকালো বাসনকোসনের
আওয়াজ ওঠে ৷ শিকের ঝুলন্ত হাঁড়িতে প্রেমের রসমালাই ঝোলে আর দোলে
উসখুস ঠোঁট খুঁজে ফেরে গাঢ় চোখ
যে চোখে এক ধূপছায়া ইসারার ঝিলিক
ভাব না জানলে লেনাদেনা বন্ধ করার
কোনো হেতু নেই ৷ পদ্মরেণু গায়ে মেখে
ভ্রমর উড়ে যায় প্রজন্মকুঠুরির দিকে ৷
তার প্রলুব্ধ পিরিতের স্থায়ী মোহর যেন
থেকে যায় অনন্তপাথার জুড়ে ৷
সব পিরিতই ঠিকানা খুঁজে গৃহবাসী হয় ৷

No comments:

Post a Comment