Saturday, May 20, 2017

না


আজ শিষ্যগণের অধ্যয়ন সমাপন হয়েছে ৷ গুরু সায়ন্তনকে প্রণাম করে একে একে আশ্রম ত্যাগ করছে ৷ সমতটের কুমার অভিজিৎ এলো সবার শেষে ৷ ঋষিতনয়া অনাম্না দেখছিলো সব দূরে দাঁড়িয়ে ৷ কেন কে জানে আজ তার মন বড়ো বেশি উচাটন ৷ তপোবনের পাখিরা আজ কেন কাকলিমুখর নয়! গুরুকে প্রণাম করে অভিজিৎ ঘুরে দাঁড়ালো বাটিকার নির্গমনপথের দিকে ৷ অনাম্না ভাবছে, তাকে কি দেখছে না অভিজিৎ? দেখলেই বা কী! কোনোদিন তো কথা হয় নি তার সাথে ৷ আজ কী আর ! না ৷ কুমার তো তার দিকেই আসছে ৷ কী তোলপাড়শুরু হয়েছে অনাম্নার অঙ্গে ৷ আর্যকন্যা, আমি যাই এবার! কুমার! যাই নয় ৷ বলুন, আসি ৷এই শুধু কথা ৷ অভিজিৎ পেছন ফিরলো ৷ অনাম্না তার বক্ষাবরণাঞ্চলের প্রান্তদেশ বাঁ হাতে নিয়ে দাঁতে চেপে ধরে৷ ডান হাতটাঅর্ধমুষ্ঠি করে প্রসারিত করে অভিজিতকে যেন কী বলতে চায় ৷ বলতে পারে না ৷ একছুটে প্রবেশ করে কুটিরের ভেতরে ৷

No comments:

Post a Comment