যথার্থ শিক্ষকের পাওয়ার কিছুই থাকে না যদি সমাজ না দেয় ৷ আর সমাজেরও এমন কোন জাবেদা খাতা নেই যেখানে যথার্থ শিক্ষকের প্রতিদিনের ক্ষরণ লিপিবদ্ধ থাকে ৷আজীবন দহনতৃপ্ত শিক্ষক দিনান্তে কিছুই চান না ৷ কামনাহীন প্রস্থানপ্রস্তুতি নেন ৷ আশা করেন শেষশিখায়ও যেন সন্ততিপ্রতিম শিক্ষার্থীর জন্যে উৎসর্গায়ন হয় ৷ আর শেষগমন হয় যেন আজন্ম শিক্ষার্থীর মতো স্বীয় শিক্ষকগণের পদাঙ্কধূলিতে সাষ্টাঙ্গ প্রণাম ও প্রাণায়ামের মুগ্ধমুদ্রায় ৷
No comments:
Post a Comment