Friday, May 19, 2017

মেঘপ্রণয়


শুধু আমার দেহাতি দৃশ্য নয়
এখানেও মেঘ ময়ূর হয়ে মেলে ধরেছে
ব্রজবালকের বিভা ৷
যেরূপে তুমি বারবার ঘর পালিয়েছো রাই,
চোখের কাজলের গাঢ় আলপনায় ঘুম পাড়িয়েছো
গোপপল্লীর সব ঈর্ষাকাতরা সহেলিদের ৷
মেঘ যদি হয় এমন চটুলনীলাভ
তবেই প্রেমের পশলা হয় স্নানসম্ভব ৷

No comments:

Post a Comment