পরিচয়
অশোকানন্দ রায়বর্ধন
কালের ধারা বহুদূর চলে গেলেও
তুমি রয়ে গেছ স্থির স্থায়ী ইমারত ।
ধরে রেখেছে মানুষ মানুষ অন্তহীন বুকের গভীরে ।
সুপ্রিয় স্মৃতিটির চিরন্তন কথার মতো স্থায়ী হয়ে আছে ।
ব্যর্থ মানুষ আজও দিনান্তের অন্ধকারে আশ্রয় খুঁজে পায়
তোমার শব্দের ভান্ডারে, কবিতার কথায়, সঙ্গীতসুরে ।
এখনো পরাজিত মানুষ আবার উঠে দাঁড়ায়
শিরদাঁড়া সোজা করে তোমার কবিতায়
এখনো তোমার গানের ভেতর অলৌকিক জাদু
সর্বাঙ্গে তোলপাড় করে সুরের আলাপ
জাগায় নতুন ইন্ধন । সুরে সুরে ভেসে যায় পাপের কালিমা ।
রাত ভেঙে নতুন ভোর আসে চিরকালীন নিয়মে ।
যারা রোদ্দুরের আশায় সুর্যোদয় দেখে প্রতিদিন
পেছন থাকে তোমার দীর্ঘ ছায়া ঐতিহ্যের বিস্তার
ছয় ঋতুময় তুমি জেগে থাকো তোমার গানে ও কবিতায় ।
শিশিরে লাগা সূর্যবিন্দু যেমন মুক্তোর হাসি ছড়ায়
তেমনি তুমি সমুজ্জ্বল বিভায় থাকো অনন্ত কাল।
এই আকাশছোঁয়া অবয়ব আমার পরিচয় ।
No comments:
Post a Comment