স্বপ্ন ও চাঁদ
অশোকানন্দ রায়বর্ধন
ঠাকুমার স্বপ্নবোনা চাঁদ ঘরে ঢুকে পড়েছে ভেবে
আমপাতা জামপাতায় সাজাই ভাঙা ঘরের চারধার
উঠোনে দু'চারটে বিদেশি ফুলের চারা টবে বাড়ে
আম্রপালি আম গাছ বেড়েছে জলে ও জৈব সারে
বছরের পর বছর শরৎ আর বসন্ত যায় চাকা বেয়ে
গাছেদের মত বেড়ে ওঠে স্বপ্ন ডালপালা নিয়ে
ঘরে বাড়ে আধার কার্ড, রেশন কার্ড, আরও কত কি
বারবার দিতে হয় অকাট্য প্রমাণ নাগরিক পরিচয়ের
এখন আর তারাদের মিছিলে তাকানোর সময় হয়না
উপরের জগৎটা বন্দি হয়ে যায় করপোরেট চুক্তিতে ।
অভায়ারণ্যে পর্যটনে গেলে অপেক্ষার পর দেখা যায়
বাঘ আসে, বাঘ গেলে সিংহ আসে, সিংহের পর গন্ডার
যে যায় কিংবা আসে হিংস্রতার হেরফের হয় না
তবুও অভয়ারণ্যের জন্যে বের করতে হয় উইক এন্ড ।
ভোট এলেই স্বপ্নেরা উড়ে আসে গাছের ডালে ও পাতায়
স্থবির গাছেরাও হওয়ায় দুলে ওঠে পাতাদের নাচায়
ভোটের পরে ছিটেফোঁটা নিয়েও গাছেদের দিন গুজরান
ছাপ্পা ভোটের কোনো ঝুঁকি নেই সবটাই বিজয় ।
লাইটপোস্ট থেকে নেমে আসে দাগি কালোবাজারি
মই বেয়ে । সে মই বেয়ে আকাশে উঠে যায় তেলের দাম
নিত্যদিন জিনিসের দাম বাড়লেও কর্পোরেট দুনিয়া
নতুন শিবালিক পর্বত গড়ে ভঙ্গিল মানুষ নিয়ে
দূরে যায় স্বপ্ন ও চাঁদ, ঠাকুমার শোলকের আঁচল ।
No comments:
Post a Comment