মনসার গান
অশোকানন্দ রায়বর্ধন
শ্রাবণের কান্নরাতে কাঁপানো মোমউঠোন
যুবতী দুলে দুলে সাপিনীসুরে গেয়ে যায়
মনসার বিলাপি গান । আলোপিদিমে
উজ্জ্বল হয় তার নাকফুল
বেয়ে গড়ানো অশ্রুপ্রপাত ।
ধুয়ার সুরে গলে যায় পদ্মাপুরাণের
তুলট পাতার শরীর ।
গ্রামশিল্প অবিরাম হৃদয়ের চিঠি ওড়ায়
প্রাচীন ডাকবাক্সের কুঠুরি থেকে ।
এ গানেও কালসন্ধ্যার তীব্র দাগ থেকে
মুক্তির জন্যে আসরের দোহারেরা
একসুরে গায়, ওমা বিষহরি–
করতলে এঁকে দাও করোনাবিহীন সকাল ।
No comments:
Post a Comment