বাংলা বর্ণমালায় শ ষ ও স এর উচ্চারণ ও ব্যবহার
বাংলা বর্ণমালা মূলত সংস্কৃতের অনুসারী । সংস্কৃত মুলে তিনটি শ ষ স তিন প্রকার বর্ণের সাথে যুক্ত । শ ষ স হ এই বর্ণগুলো উচ্চারণের সময় মুখ থেকে বাতাস বের হয় । এজন্য এই বর্ণগুলোকে 'উষ্মবর্ণ' বলা হয় । 'উষ্ম' শব্দের অর্থ বাতাস । অনেকে ভুল করে উষ্ণ বলে থাকেন । উষ্ণ বা গরম নয় । কন্ঠ থেকে খানিকটা বাতাস অর্থাৎ 'উষ্ম'বের করলেই এই বর্ণগুলো উচ্চারিত হয় । আবার শ ষ স এই তিনটি ধ্বনিকে 'শিস'ধ্বনিও বলা।হয় ।
এই বর্ণগুলো উচ্চারণের সময় শিস দেওয়ার মতো শব্দ হয় । উচ্চারণস্থান অনুযায়ী তালব্য-শকে তালব্য বর্ণ, মূর্ধণ্য-ষকে মূর্ধণ্য বর্ণ এবং দন্ত্য-সকে দন্ত্য বর্ণ বলা হয় । সংস্কৃতে উচ্চারণগত দিক থেকে এই তিন বর্ণের তিনরকম উচ্চারণ হয় । 'স' ইংরেজি S অক্ষরের মতো । 'শ' ইংরেজি SH অক্ষরের মতো এবং 'ষ' ইংরেজি SH এর মতো তবে আরো তীব্র । বাংলায় তিনটি শ/ষ/স থাকলেও সব শ/ষ/স-ই S বা SH এর মতো উচ্চারিত হয় । স্বতন্ত্র ধ্বনি হিসেবে কেবল 'শ' ধ্বনিরই ব্যবহার দেখতে পাওয়া যায় । যেমন-বিশ/বিষ, সব/শব, শোনা/সোনা, ভাষা/ভাসা। বানানে ভিন্নতা থাকলেও উচ্চারণ সর্বত্র 'শ'-এর মতো হচ্ছে ।যুক্তবর্ণের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় । শব্দের গোড়ায় 'স' থাকলে 'স'-S এর মতো উচ্চারিত হয় । যেমন-অস্ত, স্পর্শ, স্ফটিক ইত্যাদি । এখানে 'স'- S এর মতো উচ্চারিত হচ্ছে । আর শব্দের যধ্যে থাকলে 'শ'-SH এর মতো উচ্চারিত হয় । যেমন বিস্ফারিত, আস্পর্ধা, প্রভৃতি শব্দের প্রমিত উচ্চারণে 'শ'(SH) পাওয়া যায় । যেমন- বিশফারিত, আসপর্ধা ইত্যাদি । আবার 'শ'-এর সাথে 'ন'-ফলা, 'র'-ফলা, 'ল'-ফলা যুক্ত হলে 'স'(S) উচ্চারিত হয় । যেমন- প্রশ্ন, বিশ্রাম, অশ্লীল ইত্যাদি । এই শব্দগুলো উচ্চারণের সময় প্রোসনো,বিসরাম, অসস্লিল হয়ে যাচ্ছে ।
এককভাবে 'ষ'-র উচ্চারণ স্পষ্ট হয় । যেমন- ষষ্ঠী, ষড়ভুজ, ষড়ানন, ষন্ডা ইত্যাদি । আবার যুক্তবর্ণে 'বিষ্ময়কর, বিষ্ফোরণ ইত্যাদি 'শ(S)-এর মতো উচ্চারিত হয় । 'ট'-বর্গীয় বর্ণের আগে 'ষ' যুক্ত হয় । যেযন- অষ্ষ্টট, , নষ্ট, যষ্ঠি, কুষ্ঠ ইত্যাদি ।
যুক্তাক্ষর হলে কোন শ/ষ/স হবে তা এভাবে ঠিক হয় । তালব্য বর্ণ অর্থাৎ 'চ'- বর্গের বর্ণের সঙ্গে যুক্ত হলে তালব্য-শ । মূর্ধণ্য বর্ণ অর্থাৎ 'ট'- বর্গের বর্ণের সঙ্গে যুক্ত হলে মূর্ধণ্য-ষ এবং দন্ত্যবর্ণ অর্থাৎ 'ত'-বর্গের সঙ্গে যুক্ত হলে দন্ত্য-স হয় ।
যাই হোক, এই কয়েকটা উদাহরণে বিষয়টা স্পষ্ট হবার নয় । শ/ষ/স-এর কোনটা কোন সময় ব্যবহার হবে বা লিখতে হবে তার কিছু নির্দিষ্ট নিয়মও রয়েছে ।
No comments:
Post a Comment