Monday, January 4, 2021

অপেক্ষমান

অপেক্ষমান

অশোকানন্দ রায়বর্ধন

জেগে থাকা নদীর প্রবাহ আর
অস্থির অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হয় ৷
আজ যে শীতদিনের অপরাহ্ণে মেদুর চোখে 
ঘোলাটে আকাশের দিগন্ত খোঁজে
বছর পঞ্চাশ আগে সে তেজি ঘোড়া
স্বপ্নরচিত ভূখন্ডের যোদ্ধাদের পাশে থেকে
সমিধ বহন করে গেছে যুদ্ধভূমি পর্যন্ত
দেখেছে ভূখন্ডের জন্ম ৷ আর পেরিয়ে গেছে সময়ের নৌকো করে
 সেই হারানো বাঁধন! লড়াইয়ের মাঠ!
দেখা যদি পাই কোনোদিন মৈত্রী সেতু পেরিয়ে
চলে যাব সরাসরি নগরশেষের উদ্যানে
বুকে নেব চন্দনবনের গন্ধ ৷ আমার পূর্বজের ঘাম 
কিংবা শোনিতের দাগ যেখানে গাঁথা আছে দেয়ালের গায় ৷

No comments:

Post a Comment