Monday, January 4, 2021

শি কা র

শিকার

অশোকানন্দ রায়বর্ধন

পাখির ঠোঁটে যে খড়কুটো থাকে
তাতে অনেকগুলো আবাসনের মালমশলা
পাখির ঠোঁটে যে শস্যবীজ বন্দী থাকে
তারসঙ্গে অনেক অনেক প্রাণের মহিমা বসত করে ৷

সমস্ত পাখিদের সংসারে কিছু মানব লুকিয়ে থাকে
সে মানব সহিংস হতে জানেনা ৷
ব্যথা ও বেদনায় কেবল অনশনে উপশম খোঁজে৷

 শিকারীর তুণীরে তবুও কোনো সৎ পুঁথি রাখেনা ৷

No comments:

Post a Comment