#জলতিলক
অশোকানন্দ রায়বর্ধন
বিলুপ্ত শাবকের কাছে শূন্যপুরাণ খুলে ধরে
মিহি অতীতের আঁচলের খুট শক্তপোক্ত গিঁটে
পোষাকের বাহাদুরি ৷ গোপন কাঁথার প্রতিটি
ফোঁড়ে ফুটে ওঠা লোককলায় বিলুপ্ত ধামাইল
লাফিয়ে ওঠে ৷ ইতিহাসের পাঠ না শিখিয়ে শুধু
বীজমন্ত্র বিতরণ ৷ একে মারো, তাকে ধরো আর
শেষ করে দাও ঝাড়ে বংশে ৷ আমরা ছাড়া তো
যোগ্য কেউ নেই এ তল্লাটে ৷ দেখোনা, মিডিয়াও
আমাদের নামেই জয়নাদ করে ৷ গণতন্ত্রের চৌঠা
কলাম তরতরিয়ে উড়ে যায় পানসির জলতিলকে ৷
সেই সত্যের ইজারাদার ৷ সত্যকে বানায় ৷
শুভমঙ্গল ভোররাতে পাখির পালকের আড়াল থেকে দেখে পাটভাঙা সূর্যোদয়ের পোষাক ৷
No comments:
Post a Comment