*# মা #*
অশোকানন্দ রায়বর্ধন
(এক)
আমাদের সংসারে
মা, প্রাচীন সাঁকো
নড়বড়ে সেতুটা
ভাঙলো বলে
আর সংসারের
শেষ বাঁধনও
(দুই)
বিছানায় সাদা থান জড়িয়ে
মৌন শয্যায় পবিত্রতা
কাত হয়ে দেখেন
চিলেকোঠার আকাশ
অলীক ক্যানভাসে ভাসে
অতীতের সন্ততিবর্গ
(তিন)
মেঘলা মনে
অনিকেত ডাকঘরের
খাম হাতড়ে ফিরছেন
আমার মা ক্রমশ
সুদূরে সরে যাচ্ছেন আমাদের নিঃস্ব করে
তাঁর স্মিতমুখে
চরাচরের আলোর আভা
No comments:
Post a Comment