সংকট
অশোকানন্দ রায়বর্ধন
একটা বিলীন হওয়া সভ্যতা ইতিহাসের কবর থেকে উঠে এসেছে আবার ৷
আকাশের দিকে তাকিয়ে, তারার দিকে তাকিয়ে,
ফুল কিংবা পাখির দিকে তাকিয়ে
সে দেখে সেই একই কথা বলছে আজ ৷
যেমন বলেছিল তার কবলিত দিনগুলোতে, তার শেষের ক্ষণের সূর্যাস্তে ৷
আস্তে আস্তে সে সবার কাছে যায় ৷
সবাইকে জিজ্ঞাসা করে সেই প্রাচীন প্রশ্ন, তোমরা কি সতর্ক করোনি? বলোনি এই বিপন্নতার কথা?
ওরা সমস্বরে বলল, হ্যাঁ আমরা বারবার বলেছি, বারবার কেঁদেছি, পায়ে মাথা কুটে বলেছি আসন্ন সংকটের কথা ৷
তাহলে কেন আবার আমাদেরই মতো ওদের ফিরে যেতে হচ্ছে শূন্যতার দিকে? অন্ধকারের দিকে?
ওরা একসঙ্গেই বলে উঠল, ওরা শোনেনি আমাদের কথা ৷ ওরা দাম্ভিক ৷ ওরা জ্ঞানপাপী ৷ তাই আজ হেরে যাচ্ছে তারা ৷
No comments:
Post a Comment