বালিয়াড়ি
অশোকানন্দ রায়বর্ধন
সপ্তপদী হলেও হাজার কদম বাড়াতেই হয় ৷
জীবনরচিত সংলাপ গুণে ও গুনে আবদারের মালা
আফসোস হতে বেশি বাকি থাকেনা ৷
যতিচিহ্ন যখন তোমার আশেপাশে ওঁৎ পেতে থাকে
কতক বৈভবলোলুপ সিদ্ধান্ত সংবিধানের মতো বুনে নিয়ে কারো কারো
হেঁসেলে ঢুকে পড়ে ৷
তোমার রক্তস্রোতের আচরণে হঠাৎ করে
নতুন শিক্ষানবিশ তোলপাড় করে ৷ ঘর ভাঙে ৷
নদীর ভঙ্গুর বালিয়াড়ি ঝরে যায় ৷
No comments:
Post a Comment