Monday, January 4, 2021

নদীর কথা

নদীর অনেক কথা থাকে তার বুকের ভেতর
অথচ তার কথা বলবার সময় হয়না ।
হয়না সময় কিঞ্চিৎ দাঁড়াবারও ।

তার ঢেউয়ের তালে আমরা উৎফুল্ল হই ।
তুলনা করি নৈসর্গিক গানের সাথে
অথচ নদীর বুকের ভেতর ঢেউয়ের দোলার গর্ভে 
কতো কান্না কতো কান্না
দুঃখে গড়া নদী বয়ে যায় ভাটির দেশে সমুদ্রের কাছে
সমস্ত দুঃখ বিসর্জনের আশায়
 । নীরব নদী একা একাই গড়ায় ।

No comments:

Post a Comment