Monday, January 4, 2021

বারুদ

বারুদ
অশোকানন্দ রায়বর্ধন

বারুদের গন্ধ ভালো লাগে বলে অনেকেষ
শখে আহ্লাদে বাজি পোড়ায় ৷ বাজির গন্ধ
শুধুই মাদকতা আনে ৷ আর দূষণ ছড়ায়
বহুদূর পর্যন্ত ৷ সৃজনশীল কোনো গন্ধ নেই ৷

বারুদ অনেকে বুকে পুষে রাখে ৷ অনেকে
স্বপ্নে দেখে মোমছাল আর নতুন ভোরাই ৷
বারুদকে ভালোবেসে অনেকে জীবন বাজি
রাখে ৷ ইতিহাসে আশ্রয় নেয় ৷ কালের পুথিতেও ৷
আধুনিক মানুষেরা জানেনা বারুদের বিক্ষোভ
ওরা শুধু মাদকগন্ধে বাজি পোড়ায় ৷ পোড়ায় ৷
বিলাসী নাগরিক নোটবন্দী জানেনা ৷ আগুনে
উড়ে যায় কাগজি বাজি ছেঁড়া তাসের গুচ্ছ ৷

যেজন বুকে বারুদ গুঁজে রেখে সুদিনের স্বপ্ন
দেখে সে বেচারা একদিন মানববোমার মতো
বিস্ফোরণে নিশ্চিহ্ন হয়ে যায় ৷ কাগজের পাতা
জুড়ে দগ্ধ ছবি ৷ বাতাসে বারুদের নতুন গন্ধ ৷
এ গন্ধ ভার্চুয়াল প্রজন্মের একদমই অচেনা ৷

No comments:

Post a Comment