Monday, January 4, 2021

মন্বন্তর

মন্বন্তর

অশোকানন্দ রায়বর্ধন

লেবাং পতঙ্গেরা ছুটে যায় সাংকেতিক কাঠিবাজিতে
অথবা জাটিংগার বুনো আগুনে ঝাঁকে ঝাঁকে আত্মহননমুখী পাখির দল

মগজের ভেতর ক্লোরোফরম চেপে ধরলে বেহুঁশ মানুষ
এগিয়ে যায় অতলান্ত খাদের দিকে

এক একবার মারী ও মড়ক আসে মানুষের মহল্লায়
মানবতার ফুলের গুচ্ছ তখন অপ্রয়োজনে পড়ে থাকেনা ৷ হৃদয় থেকে বেরুতে থাকে রাজপথে ৷

No comments:

Post a Comment