শারদীয় কথামালা
অশোকানন্দ রায়বর্ধন
সুন্দরের সাথে মার্চপাস্টের জন্যে
জমানো সংবৎসরের পারানি
অপত্যের হাসির অপেক্ষায় থাকে ৷
দূরের দ্বীপে চলে যাওয়া প্রজন্মের আশায়
কাশফুলের কাঁপন দেখে দেখে
নদীর পারেই শেষ ভদ্রাসনের
গন্ডি কেটে রাখি
শরতের নীল মতো কাজল গোলা আর
হুমকির বর্ষার মাঝেও মাঝরাতের
শেষ ট্রেনের হুইসিলও পেরিয়ে যায় সন্ততির অপেক্ষায় কাটে ৷
ভোর হলেই ঢাকের বাদ্যি বৃদ্ধাশ্রম পেরিয়ে যায়
অশোকানন্দ রায়বর্ধন ৷
No comments:
Post a Comment