মতিনের বুকটা কাঁইপ্পা উডে ৷ এমুন অসময়ে ম্যাগ ক্যারে ৷অহন তো আগন মাস ৷ যৈবন পড়তি মাইয়ার লাহান নদীর জল কইম্মা আইতাছে ৷ জল বুইজ্জা বুইজ্জা নাও বাইয়া দুই এক খোপ মাছ মারন যায় ৷ বেচলে দুইডা পইসা ঘরঅ আইএ ৷ ম্যাঘ লামলে জল বাড়বো ৷ তহন ত' মাথাৎ বাড়ি পড়বো ৷
মতিন ভাবে ৷ ঘরে পুতুল ৷ তার বউ ৷ ধাত্রী মাসি কইছে, পৌষের মাঝে কী শ্যাষে তার ঘরঅ ফসল আইবো ৷ বউরে ভালা- বুরা খাওয়াইতো ৷ কৈত্তে খাওয়াইবো? এমুন অইলে!
আস্তে আস্তে দইনের আসমানে ম্যাঘ কালা অইয়া জমা অয় ৷ যদি লামে গিরস্তের কপাল পুড়বো ৷ আগনের সোনালি খেত ভাইস্যা যাইবো ৷ ভাবে মতিন ৷ পুতুলের কথা মনে অইলে তার বুকটা ছাঁত কইরা উডে ৷
ম্যাঘ বুঝে না ৷ ঝমঝমাইয়া নামে ৷#
No comments:
Post a Comment