মশারির ব্যবধান দ্বীপের দূরত্ব গড়ে তোলে
গোচারণের অনন্তমাঠ সবুজ ঘাস হারালেও
অবুঝ বিষ্ণুপ্রতিমগণ গৈরিক অসুখী মাঠেই
জীবনের চাঁদোয়াতলায় দিনলিপি লিখে রাখে
রক্তাক্ত দাঁতের অক্ষরে ৷
ভিটের বুকে গোপন কোন মুদ্রা সঞ্চিত না থাকলেও
ঘুঘু যেমন চরে যায় প্রবাদের সূত্র অনুসারে
তেমনি জিওল মাছের মতো বেঁচে থাকা শুধু
আত্মজনের খুনমজ্জায় যেহেতু নিজেরও
রক্তদানের গোপন প্রত্নশ্লোক নিহিত রয়েছে
সেইজন্যেই প্রতি ভোরের পুণ্যস্নান আর সন্ধ্যার পুরবীমায়া ৷
No comments:
Post a Comment