প্রকৃতিকে আমরা নিংড়ে নিচ্ছি বলে
মাঝে মাঝে দখিন সমুদ্রের গর্ভগৃহ থেকে
পাঠানো মিঠে মরুতের সঙ্গে আসে আগুনআঁচ
অগণিত রেণুর সৃজনকাল উড়ে যায়
চূর্ণ হয়ে বৃক্ষহীন পাহড়ের দিকে
হৃদয়ের ভাষাজ্ঞান আহরণের জন্য
যে পাখিদের পাঠালাম নালন্দার ছাত্রাবাসে
ফিরে আর এলো না সে পাখিশাবকের দল
করপোরেট দানাপানির আশায় উড়াল
দেয় আরো দূর দূরান্তের আয়নানগরে
No comments:
Post a Comment