Monday, October 30, 2017

উড়াল



প্রকৃতিকে আমরা নিংড়ে নিচ্ছি বলে
মাঝে মাঝে দখিন সমুদ্রের গর্ভগৃহ থেকে
পাঠানো মিঠে মরুতের সঙ্গে আসে আগুনআঁচ
অগণিত রেণুর সৃজনকাল উড়ে যায়
চূর্ণ হয়ে বৃক্ষহীন পাহড়ের দিকে

হৃদয়ের ভাষাজ্ঞান আহরণের জন্য
যে পাখিদের পাঠালাম নালন্দার ছাত্রাবাসে
ফিরে আর এলো না সে পাখিশাবকের দল
করপোরেট দানাপানির আশায় উড়াল
দেয় আরো দূর দূরান্তের আয়নানগরে

No comments:

Post a Comment