Tuesday, October 24, 2017

হে চিরসৌম্য


আলোকবন্দনা করতে করতে কখন যেন ডুবে যাই কৃষ্ণগহ্বরে
আরশির আলোর চমকে মোহিত হয়ে চলে যাই ভুল ছায়াপথে
আকাশগঙ্গার মোহময়তায় যদি আমি পাপ ধুতে চাই কল্পনায়
তাহলে সেও হবে আর এক পদস্খলন আরো এক হঠকারী মেডেল
সোনার জলে রঙ করা সস্তায় বিতরিত অভিজ্ঞানচিহ্ন
হয়তো আমার হৃদয়ের আখড়ায় রয়েছে এমন কোনো চিলেকোঠা
যেখানে পৌঁছায় নি নুর, অন্ধকারে বেড়েছে ভয়াল কালসাপ
আমার ইড়া, পিঙ্গলা আর সুষুম্না বেয়ে আমার সহস্রারে চড়ে বসে
মস্তিষ্কে বিষ ঢেলে সম্মোহিত করে আর কলুষিত করে সৃজনমধু
গরল উঠে আসে মননমন্থনের চক্রবর্তী প্রক্রিয়ার অন্তিম বিন্যাস
হে নীলকন্ঠ, হে শিব, এখনি অধিকার করো আমার শীর্ষদেশ
সমস্ত কলঙ্ক আমার নিমেষে নিয়ে নাও তোমার সিতিকন্ঠে
মুক্তি দাও হে আমায় সমস্ত কলঙ্কের চিরদায়ভার হতে
আর আলো দাও, উজ্জ্বল করো সর্বস্ব আমার ৷

No comments:

Post a Comment