Wednesday, October 25, 2017

শারদীয়

শুরু হয়ে গেল শারদ উৎসবের সিরিজ ৷ দেবশিল্পীর বন্দনা দিয়ে সূচনা হয়ে শেষ হবে ভ্রাতৃদ্বিতীয়ায় ৷ নদীর চরে কাশের বনে দুলকি চাল, ভোরের উঠোনে রাতে ফোটা শিউলির শ্বেতশুভ্র শেজ ৷ আকাশে সাদা মেঘের অলস নোঙর ৷ কৃষাণের জীবনে কিছুটা বিরামকাল ৷মাঠে মাঠে বেড়ে স্বপ্নের দিকে অপলক চেয়ে থাকা ৷ প্রিয়জনের মুখে হাসি ফোটানোর ফর্দমালা অন্তরে ৷ বর্ষায় ভেজা খড়ের চাল থেকে চুঁইয়ে পড়া দুখজল শুকিয়ে উৎসবের আনন্দে মেতে ওঠার প্রস্তুতি ৷ আনন্দযজ্ঞের হোমালোকে উদ্ভাসিত হয়ে এক ঋতুময় কাল কেটে যাবে আমাদের ৷ এ সময়ে মহার্ঘ হলেও সকলের প্রার্থনা হোক শান্তি, কামনা হোক সম্প্রীতি ৷

No comments:

Post a Comment