আড়মোড়া ভেঙে উঠছে ঊষাপাখিরা লাল দিগন্তে
ওদের সিল্যুয়েট শরীরে ক্রমশ পূর্বাহ্নের আলোর চামর
অবগাহনের পবিত্রতায় ভোরাই গানের দিকে যেন
ভৈরবী কণ্ঠ মেতে ওঠার সাথে সাথে জনপদে সোনার কাঠি রুপোর কাঠি জাগিয়ে দেয় জীবন
আমাকে বানপ্রস্থ মঞ্জুর করো হে ধরণী সুধাময়ী
বরং বানপ্রস্থের সনদ দিও, যেন তপোবনের
নির্জনতায় ডুবে যেতে দিতে পারি এ নশ্বর পুতুল ৷
No comments:
Post a Comment