তোমার উড়োসংকেতে অন্তিম বার্তা এসেছে আমার ইনবক্সে
অবোধকথায় ভরে দিয়েছো মেজাজী চরমপত্র
কতোকালের উষ্ণকথকতা, স্বপ্ননুড়ির ঝনৎকার সব ছাপিয়ে গেছে রাগতসংলাপ
যে ওষ্ঠে একদিন ছিল কূজনভাষা চুম্বনের আগে
কী করে যে ওইসব পবিত্র কথাবিস্তার সংকুচিত হয়ে যায় ঘৃণা কিংবা ঈর্ষাপললে
কী করে এতো মুগ্ধ খুনসুটি হুলের আদলে লেগে আছে
অতিপ্রাকৃত প্রস্তাবের দলিলে
যে জমি দিয়েছিলে আমাকে তোমার গোপন ঝরোখার পাশে
কেবল নিষিদ্ধ মগ্নতার জন্যে
তোমার কর্কশ ত্যাগপত্র হাতে পেলে আমি যাবো না নিঃস্ব ও নিশর্তে
নিয়ে যাবো তোমার রায়তি জমিটাও
যা আমার জন্যে বরাদ্দ ছিল চতুরকালের প্রণয়বেলায়
Tuesday, October 24, 2017
সাংকেতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment