নিষাদেরও বিষাদ ছিল ক্রৌঞ্চমিথুন বধের পর
শ্লোকস্নাত আনন্দজল গা বেয়ে গড়ানোর কথা সে লিখে গেছে ভুজপাতার শরীরে ৷
আঁধারপৈঠায় একাকী মৌনগানের পর চাঁদ হেসে ওঠে দিলখোলা ভঙ্গিমায়৷
ধীরে ধীরে শরীর থেকে পাপ নেমে যায় পাতালের দিকে৷
উদোমকথা ধ্বনিত হয় ক্ষীরে গোলা চাঁদের মুখোমুখি -
'এই নাও বিষাক্ত ধনুকের ছিলা আর তীক্ষ্ণমুখ শায়কশলাকা
নষ্ট হবার আগে আমার আঙুলে তুলে দাও কিছু অমলিন শব্দ হে সোম! হে সুন্দর!
আকাশের সামিয়ানায় গাঁথা তারার পায়ে অঞ্জলি দিয়ে
আমি গাইতে পারি অন্তিম ভজন ভুবনমন্দিরের জগমোহনে বসে' ৷
হে সুন্দর, আমিও উৎকর্ণ অপেক্ষায় থাকব তোমার সংকেতের আশায় ৷
Tuesday, October 24, 2017
বিষাদসংলাপ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment