Tuesday, October 24, 2017

গণেশ

মানবসমাজে খুব আদি স্তর থেকে যে দৈবীভাবনা শুরু তা কিন্তু নয় ৷ সভ্যতার আদিম স্তরে মানুষের যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তির উৎস সম্বন্ধে কোন ধারনা ছিলো না তখনই তার মধ্যে বিভিন্ন প্রাকৃতিক ঘটনার প্রতি একধরনের ভয়বোধ জাগে ৷ এবং এই শক্তিসমূহকে মান্য করার একটা প্রবণতা তৈরি হয় ৷ এই প্রবণতাই ধীরে ধীরে পুজোয় পর্যবসিত হয় ৷কালক্রমে আগুন, জল, বায়ু প্রভৃতি প্রাকৃতিক শক্তির উপর দেবত্ব আরোপ হয় এবং শক্তিসমূহ দেবতা য়ে ওঠেন ৷ এছাড়া প্রাণীজগতের মধ্যেও বিশাল শক্তিধর প্রাণীও ভীতি থেকে দেবতায় পর্যবসিত হন ৷ হাতিও তেমনই একটি শক্তিমান প্রাণী ৷ মানবসমাজে বিশেষ উপকারে আসছে তার শক্তি নিয়ে তাই মানুষের কাছে হাতিও দেবতা ৷ মানুষের সঙ্গে তার নৈকট্য তার মাথাটা মানুষের শরীরে লাগিয়ে বিশেষ দেবতার রূপ দেওয়া হয়েছে ৷ মানুষের উপকারে লাগে গণদেবতা,গণেশ কিংবা গণপতি ৷ আমাদের গণেশ ঠাকুর ৷

No comments:

Post a Comment