কলিঙ্গবিজয়ের অশুভ স্বপ্নে শুধু শবসাধনা আর
রক্তজমা প্রান্তরের শীর্ষে খন্ডগিরির ধবল দেউল
তারও পরে শরণ নিলাম তথাগতের চরণে
শ্বেত পতাকা আর কপোতের উড্ডয়নস্পৃহা
যুগ যুগ নিভৃত সাক্ষী থেকে কী প্রেম ছড়ালে
গৌতম থেকে গুরুদেব এক দীর্ঘ দেশার্ত সীমা
কিরাতভূমির বিলীয়মান জনপদের মুখোমুখি
সর্বোচ্চ টিলার মাথায় প্রশস্তিপত্রের ন্যায় গোপনে
চক্ষুদান করে কোন এক
ধ্যানবিন্দু অনুশীলনরত কিরাতবালক
শাক্যসিংহের হাসির ছটা সূর্যালোকের মতো
বিচ্ছুরিত হয় জনপদের শরীরে ৷
No comments:
Post a Comment